সৌন্দর্যের পূজারী সকলেই।
আপনারা ও আমাদের সাথে একমত হবেন যে বর্তমান সময়ে শারীরিক
সৌন্দর্যের প্রাধান্য প্রায় সর্বেেত্রই।
এমনই এক সময়ে আপনি কেন
নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে
ভাববেনা?
সাধারনত মানুষের গড় আয়ু ৬০- ৭০ বছর।
কিন্তু সম্পূর্ণ শারীরিক সুস্থতা ছাড়া কি অর্থ দাড়ায় এই
বেচে থাকার।
সম্পূর্ণ শারীরিক সুস্থতা ও সমতার জন্য সঠিক শরীরচর্চা বা
ব্যয়ামের বিকল্প নেই।
নরসিংদীতে আমরা দেখেছি যে,
বর্তমান সময়ের অনেক আধুনিক সুবিধার অপ্রতুলতা বিদ্যমান।
উন্নতমানের আধুনিক জিমনেসিয়াম এর মধ্যে অন্যতম।
এ অবস্থায় আর্ন্তজাতিক মানের সেবা প্রদানের জন্য আমরা নিয়ে
এসেছি
BODY & SOUL
যা একটি আর্ন্তজাতিক মানের শরীরচর্চা কেন্দ্র।